পুলিশ চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী গ্রামের চন্ডি বৈদ্যের বাড়ি থেকে বাঁশি বৈদ্যকে ৭২টি ইয়াবাসহ গ্রেফতার করেছে। অনেক বছর ধরে সব ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা করে আসছিলেন বাঁশি বৈদ্য নামের কথিত এই কবিররাজ।
বুধবার রাতে নিজের বাড়ি থেকে বাঁশি বৈদ্যকে (৫০) গ্রেফতার করা হয় বলে জানান সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন।
বাঁশি বৈদ্যসহ পৃথক অভিযানে গ্রেফতার হওয়া আরও ৪ আসামিকে বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।