ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ইনহাস বিনতে নাছিরকে (১২) গলা কেটে খুনের ঘটনায় মামলা হয়েছে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে ইনহাসের নানা নাছির উদ্দিন বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
নিহত ইনহাস বিনতে নাছির নগরীর মেরন সান স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। বাবা মোহাম্মদ নাছির সৌদি আরবে থাকেন। এর আগে গত বুধবার সকালে বাকলিয়া থানার ল্যান্ডমার্ক আবাসিক এলাকায় নিজেদের বাসা থেকে ইনহাসের লাশ উদ্ধার করা হয়। কারা, কেন ইনহাসকে হত্যা করেছে, এ বিষয়ে এখনো অন্ধকারে পুলিশ।