৩২৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ অর্থবছরের জন্য । আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভাকক্ষে ৩০তম সিনেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ।
২০১৮-১৯ অর্থ বছরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৪৩১ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ চাহিদার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ৩২৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫০ লাখ টাকা। যেখানে ২০১৭-১৮ অর্থ বছরে চবির সংশোধিত বাজেট ছিল ৩০৫ কোটি ৬০ লাখ টাকা।
বাজেটে উল্লেযোগ্য খাতগুলোর মধ্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এ বছর এ খাতে মোট বরাদ্দ ১৯৮ কোটি ২০ লাখ টাকা, যা মোট বাজেটের ৬০.১৫ শতাংশ।
চিকিৎসা, উৎসব, ধোলাইভাতাসহ মোট ১০টি খাতে ভাতা বরাদ্দ রাখা হয়েছে ৮২ কোটি ১০ লাখ টাকা। পরিবহন ব্যয় খরচ ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা।
উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সিনেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান ও সাবেক চবি উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান । এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার ও সিনেটরবৃন্দ।