ভ্রাম্যমাণ আদালত ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর ও সঞ্চয় অফিস এলাকায় দুই মাদক কারবারিকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- আরাপপুর খাজুরা এলাকার শাহাদত হোসেন টিংকু ও কাঞ্চননগর এলাকার শিমুল বিশ্বাস।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক জানান, দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আরাপপুর খাজুরা ও এইচএসএস সড়কের সঞ্চয় অফিস এলাকায় অভিযান চালায়। এসময় এক কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে দুই জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।