প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা-কর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সও ছিলেন। সিইসির পরামর্শে আশ্বস্ত হতে পেরেছেন কি না জানতে চাইলে আলাল বলেন, আমরা আশ্বস্ত হতে পারিনি। বিএনপির এই যুগ্ম মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসির মোবাইল টিম, মনিটরিং টিম থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। আমাদের প্রতিনিধিরা কোনো উত্তর পাচ্ছে না।
তিনি বলেন, আমরা বলেছি প্রিজাইডিং, রিটার্নিং অফিসার যদি পুলিশকে নিয়ন্ত্রণ করতে না পারেন, সেই যুদ্ধ করার মতো ক্ষমতাতো আমাদের হাতে নেই। আমরা তো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এটাই আমরা বুঝানোর চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত যতটুকু সময় আছে। সেই সময়ে অন্তত পুলিশকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আমরা মনে করি, মানুষ কিছুটা আশ্বস্থ হবে যে নির্বাচন কমিশন (ইসি) আংশিক হলেও নিরপেক্ষ নির্বাচন দেখাতে পেরেছে।