দ্বি-বার্ষিক (২০১৮-২০২০) নির্বাচনে সভাপতি পদে সাইদুর রহমান (ভোরের কাগজ) এবং সাধারণ সম্পাদক পদে আসলাম-উদ-দৌলা (মানবজমিন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের। সোমবার দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহমদ সফিউদ্দিন কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে এই ১৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান ও রাজশাহী প্রেসক্লাবের সহযোগী সদস্য কাজী রকিব উদ্দিন।
১৯ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে আজাহার উদ্দিন (ইত্তেফাক), আফজাল হোসেন (আমাদের রাজশাহী), আবু সালে মো. ফাত্তাহ্ (চ্যানেল আই), শ.ম. সাজু (এনটিভি/খোলা কাগজ) ও হুমায়ুন কবীর (খবরপত্র), যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন (উপাচার), অর্থ সম্পাদক এসএম আতিক (দেশ টিভি/নিউএইজ), দপ্তর সম্পাদক কামাল মালিক (রাজশাহী সংবাদ), পাঠাগার সম্পাদক আমজাদ হোসেন শিমুল (আমাদের সময়), কার্য নির্বাহী সদস্য পদে আবুল কালাম মুহম্মদ আজাদ (প্রথম আলো), আনিসুজ্জামান (ইত্তেফাক), ওয়ালিউর রহমান বাবু (রেডিও পদ্মা), জামাল উদ্দিন (ভোরের ডাক), মহিবুল আরেফিন (নিউনেশন), মোস্তাফিজ মিশু (চ্যানেল নাইন) ও আবু কাওসার মাখন (এশিয়ান টিভি)।