ভোটগ্রহণ শেষ হয়েছে গাজীপুর সিটিতে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর এখন গণনা চলছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২৫টি। বিভিন্ন উৎস থেকে এখন পর্যন্ত ২৫০ কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে দেখা গেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীক পেয়েছে ২ লাখ ৭৪ হাজার ৬ শত ৯৭ ভোট । আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪ শত ৯৩ ভোট।
ব্যালট ছিনতাই ও জালভোটের ৭টি কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
অনিয়মের অভিযোগে শতাধিক কেন্দ্রে ভোট বন্ধের দাবি জানিয়েছেন, বিএনপি প্রার্থী হাসান সরকার। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলেন, আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম।