চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব সদস্যরা। এসময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকেলে মহানগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকায় এ অভিযান চালালেও রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৭।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা বলে র্যাব জানায়।
সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীচক্র ট্রাক যোগে বিপুল পরিমাণ মাদক (ইয়াবা) নিয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড দিদারপাড়া অবস্থান করছে। উক্ত সংবাদের বিকেল সাড়ে ৫টার দিকে র্যারের একটি দল পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মোঃ নুরুদ্দিন (৩৬), আল আমিন (৩০) নামে দুইজনকে আটক করে। পরে তাদের তল্লাশী করে বিভিন্ন পলিথিনে মেড়ানো প্যাকেটে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
এসময় মাদক পাচার কাজে বহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে সিএমপি’র বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।