পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছেন ময়মনসিংহের তারাকান্দা ও ত্রিশালে ।
বৃহস্পতিবার গভীর রাতে পৃথক অভিযান পরিচালনা করে থানা ও ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, ময়মনসিংহ- শেরপুর সড়কের তারাকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারিরা পুলিশকে গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে মাদক কারবারি কমপক্ষে ২০টি মাদক মামলার আসামি আলী হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে জেলার ত্রিশালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্বপন নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি রামদা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পৌঁছলে মাদক কারবারিরা গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি করলে স্বপন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।