bnp-nomanআবদুল্লাহ আল নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান  বলেছেন, ব্যালটে না হলে আন্দোলনে সরকার পরিবর্তন হবে। সে লক্ষ্যে পরিকল্পিতভাবে ক্রমান্বয়ে আন্দোলনের গতি বাড়াবার চেষ্টা করছি। তা কোথাও সরবে কোথাও নিরবে।

শনিবার বেলা সোয়া ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।

নোমান বলেন, আন্দোলন জোরদার করে জনগণ। আর দল তার নেতৃত্ব দেয়। সমাবেশের মাধ্যমে আন্দোলন দীর্ঘ করে এগিয়ে যেতে হবে।

পহেলা মে অনুষ্ঠিতব্য শ্রমিক সমাবেশের মাধ্যমে চলমান আন্দোলন আরো জোরদার করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

নোমান বলেন, আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয় না। শ্রমিকের দাবি কিংবা অবাধ সুষ্ঠু নির্বাচন সব কিছুর জন্যই আন্দোলন অপরিহার্য। আন্দোলনবিহীন কোন কর্মসূচি সফল হবে না। বাংলাদেশের মানুষ আন্দোলন ও সরকার পরিবর্তন চায়। সেই পরিবর্তন বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট দিয়ে করতে চায়। সেই ব্যালটে যদি সম্ভব না হয় তাহলে আন্দোলনকে আরো তীব্র করে আমরা এগিয়ে যেতে চাই।

দেশবাসী ও শ্রমিকরা এ সমাবেশের জন্য অপেক্ষা করছে দাবি করে নোমান বলেন, জনতার ঢল নামবে। জনগণ স্বতস্ফূর্তভাবে অংশ নিয়ে সমাবেশ সফল করবে। সমাবেশ সফল করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরো বেগবান হবে।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমিকসহ দেশবসীর নানা সমস্যা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন খালেদা জিয়া। এছাড়া সরকারের শ্রমবিরোধী নীতি নিয়েও কথা বলবেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমূখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031