উন্নয়নের জন্য গোপালগঞ্জ এক সময় বৈরিতার শিকার হতো উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের লক্ষ্য দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি’।
শনিবার বেলা ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়নমুলক কাজের উদ্ভোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আগে প্রধানমন্ত্রী অত্যাধুনিক এই হাসপাতালের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, এক সময় গোপালগঞ্জবাসী বৈরিতার শিকার ছিল। অবহেলিত ছিল। সেটি হয়েছিল একটি বিশেষ কারণে। সে সময় বাজেটে টাকা দেওয়া হতো, তবে কাজ হতো না, উন্নয়ন হতো না। এক সময় এখান থেকে বিশ্ববিদ্যালয়ও সরিয়ে নেওয়া হয়েছিল।
বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, তারা দেশে উন্নয়ন চায় না, এটাই বাস্তবতা। তারা পারে শুধু মানুষ পোড়াতে, গুপ্তহত্যা করতে। হত্যা আর ধ্বংস ছাড়া তারা আর কিছুই করে না-জানে না। জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আমরাই দেশে উন্নয়ন করেছি-করছি।