বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় । আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ নিজাম (৩৫) ও তার স্ত্রী রেশমা আক্তারকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ এই দম্পতির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ওই দম্পতির আমিরে হামজা নামের এক আত্মীয় সাংবাদিকদের জানান, নিজাম ও রেশমা আজ বেলা আড়াইটার দিকে তাদের ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ তাদের ঘরে আগুন লাগে। এতে তারা দুজনই দগ্ধ হন। তাদের উদ্ধার করে বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, নিজামের শরীরের ৩৫ শতাংশ এবং রেশমার শরীরের ৩৯ শতাংশ দগ্ধ হয়েছে।
এই দম্পতি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকার ৩৩/ক/৮ নম্বর বাড়ির নিচতলায় থাকেন।