৪ শিশুর ঈদের দিন বেড়াতে গিয়ে নৌকা ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে । আজ বিকেলে গাজীপুরের বাইমাইল বিলে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। নিহতরা হচ্ছে- আপন ভাই বোন মিম ও সোহাগ এবং প্রতিবেশী সাদিয়া ও পারভিন । তারা নগরের বাইমাইল এলাকায় মা বাবার সাথে বসবাস করে।
নগরের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানান, ঈদের দিন বিকেলে ৯ জন শিশু মিলে একটি নৌকা নিয়ে স্থানীয় বাইমাইল বিলে বেড়াতে যায় ।
বিকেল চারটার দিকে এক পর্যায়ে নৌকার তলা ফেটে পানি উঠে নৌকাটি গভীর পানিতে ডুবে যায় ।এতে চারজন শিশুর মৃত্যু হয়। বাকি পাঁচজন সাঁতরে উপরে উঠে আসতে সক্ষম হয়।