নগরীতে ১৪০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটকরা হলেন মো. সেলিম (২১) ও নুরুল আমিন (১৮)। দুজনই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকেন।
বুধবার বিকাল চারটার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন কেসিদে রোড থেকে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর ডিডি শামীম আহম্মেদ বলেন, দুই রোহিঙ্গা ইয়াবা বহন করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।তাদের কাছ থেকে ১৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। তারা একটি মাদকচক্রের সদস্য এবং বেশ কিছুদিন ধরে এ কাজে জড়িত।”