চার বখাটে যুবক মেয়েদের উক্ত্যক্ত করে সেটা আবার ফেসবুকে লাইভ প্রকাশ করেছে । গেল রোববার বিকালে ঘটনাটি ঘটে টাঙ্গাইলে একটি মার্কেটের সামনে। পরে বুধবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারে খবর জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, তৌহিদুর রহমান রাতুল, রাকিব আলম, রবিন হাসান ও কাউছার আহমেদ। পুলিশ সুপার জানান, রোববার বিকালে শহরের ক্যাপসুল মার্কেটের সামনে এক যুবক বন্ধুদের নিয়ে ফেইসবুক লাইভে এসে কয়েক তরুণীকে অশালীন ভাষায় গালিগালাজ করে।
সেই ভিডিও ফেইসবুকের কয়েকটি গ্রুপে শেয়ার করে করে এক তরুণী। পরে তা ভাইরাল হয়ে যায়। এরপর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে। এরা দীর্ঘদিন ধরে ক্যাপসুল মার্কেটের সামনে মেয়েদেরকে উত্ত্যক্ত করে আসছে বলেও জানান পুলিশ সুপার।