পুলিশ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে । এ সময় তিন নারী, শিক্ষকসহ পাঁচজনকে আটক করা হয়। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। এমপিওভুক্তির সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
শিক্ষকরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওর দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে তারা ।
এমপিওর দাবিতে গতকাল চতুর্থ দিনে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শিক্ষকদের প্রেস ক্লাবের সামনে থেকে লাটিচার্জ করে সরিয়ে দেয়। এর আগে তিন দিন পুলিশের বাধায় প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে না পেরে ক্লাবের উল্টো দিকের রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা। ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, শিক্ষামন্ত্রী গত ১০ বছর ধরে বলে আসছেন বাজেটে বরাদ্দ থাকলে এমপিওভুক্ত করা হবে। অথচ উনি নতুন করে আবার মিথ্যাচার করছেন যে বাজেটে বরাদ্দ জরুরি বিষয় নয়। এমপিওভুক্তির সুনির্দিষ্ট বক্তব্য বা গেজেট প্রকাশের দাবি জানান বিনয় ভূষণ রায়।