পাহাড় ধসে ১০জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন রাঙামাটির নানিয়ারচরে । সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার পৃথক তিনটি স্থানে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

নানিয়ারচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চারজন এবং হাতিমারা এলাকায় দুইজন মারা গেছেন।

তবে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঢাকাটাইমসকে দুটি পাহাড় ধসের ঘটনায় আটজনের মৃত্যুর তথ্য দিয়েছেন। তিনি জানান, ‘পাহাড় ধসে দুই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করেছি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

নিহতদের মধ্যে এ পর্যন্ত চারজনের নামপরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের কার্বারি পাড়ার স্মৃতি চাকমা (২৩), তার ছেলে আয়ুব দেওয়ান (দেড় মাস), ফুলদেবী চাকমা (৫৫) ও ইতি দেওয়ান (১৯)।

পাহাড় ধসের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031