বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নড়াইলে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় ১২ পিস ইয়াবা ও দুই লিটার দেশি মদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার তিনটি উপজেলায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিনজন মাদক কারবারে জড়িত। বাকিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, প্রকৃত মাদক বিক্রেতাসহ মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ব্যাপারে সবাইকে সহযোগিতা চান তিনি।