মাদক বিরোধী অভিযানে গত ২৪ দিনে ১৭৩ জন মাদক বিক্রেতাকে আটক করার কথা জানিয়েছে জেলা পুলিশসিরাজগঞ্জে । সোমবার সকাল ১১টার দিকে নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, গত ১৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ২৪ দিনে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ১৭৩ মাদক বিক্রেতার বিরুদ্ধে ১৫৩ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এসব অভিযানে ১০ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৮ হাজার ২০৯ পিস ইয়াবা, ৪৭৭ দশমিক ০৪ গ্রাম হেরোইন, ৩২৯ বোতল ফেনসিডিল, ৬০ লিটার চোলাই মদ, ১৩ পিস এম্পুল, ৩ কেজি গাঁজার গাছ, ২ বোতল বিয়ার ক্যান এবং ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, সকলের সহযোগিতা নিয়ে মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজহারুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ ও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031