পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলা গোয়েন্দা সংস্থা, সদর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলা ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় লক্ষ্মীপুরে ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বশিকপুর এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা শামছুল আলম, রিয়াজ হোসেন ও খোকন কালুকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা তালিকাভূক্ত মাদক বিক্রেতা। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করার কথা জানান তিনি।