ডক্টরস এসোসিশেন অব বাংলাদেশÑ ড্যাব কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে সরকার ও কারা কর্তৃপক্ষের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে । গতকাল এক বিবৃতিতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পক্ষে সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকরা শনিবার তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, তাঁর মাইল্ড স্ট্রোক হয়েছিল যা পরবর্তীতে মরাত্মক পরিণতির দিকে যেতে পারে। সৌভাগ্যবশত এ যাত্রায় তিনি মস্তিষ্ক, উরুসন্ধি ও মেরুদন্ডের ভয়ংকর আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণের মত প্রাণনাশী জটিলতা থেকে সামান্যের জন্যে রক্ষা পেয়েছেন। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর জন্য সকল সুযোগ-সুবিধা সম্পন্ন ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের জন্য বিশেষজ্ঞ মেডিকেল টিম লিখিত পত্র পেশ করেছেন। তারা বলেন, খালেদা জিয়া কোন সাধারণ ব্যক্তি নন।