চট্টগ্রাম ও সারাদেশে শিশু নির্যাতনের প্রতিবাদে ও শিশু সুরক্ষা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স(এনসিটিএফ)চট্টগ্রাম নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার(২৮এপ্রিল)সকাল সাড়ে১০টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ চট্টগ্রাম মহানগরীর সভাপতি শাহরিয়ার আলম তামিমের সভাপতিত্বে ও শরিফুল কাদের রাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নার্গিস সোলতানা বলেন,সারা দেশে শিশু হত্যা শিশু নির্যাতন বেড়ে গেছে। পুলিশ থেকে শুরু করে কারো কাছে নিরাপদ ঠিকান হচ্ছে না শিশুদের।
এনসিটিএফ এর নেতা তাওসিফ হাসনাইন বলেন,গত দুই দিন আগে পতেঙ্গায় ছয় টাকার জন্য একটি শিশুকে পশুর মতো মারধর করে এক মানুষ রুপি অমানুষ।বাংলাদেশ স্বাধীনের পরও কেন এই বর্বরতা।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,এনসিটিএফ চট্টগ্রামের উপদেষ্টা তানজিয়া নওরিন,কবি হামিদ হোসাইন আল মাহাদী।
সারাদেশে শিশু নির্যাতনের প্রতিবাদে ও শিশু সুরক্ষা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স(এনসিটিএফ)চট্টগ্রাম নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার(২৮এপ্রিল)সকাল সাড়ে১০টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ চট্টগ্রাম মহানগরীর সভাপতি শাহরিয়ার আলম তামিমের সভাপতিত্বে ও শরিফুল কাদের রাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নার্গিস সোলতানা বলেন,সারা দেশে শিশু হত্যা শিশু নির্যাতন বেড়ে গেছে। পুলিশ থেকে শুরু করে কারো কাছে নিরাপদ ঠিকান হচ্ছে না শিশুদের।
এনসিটিএফ এর নেতা তাওসিফ হাসনাইন বলেন,গত দুই দিন আগে পতেঙ্গায় ছয় টাকার জন্য একটি শিশুকে পশুর মতো মারধর করে এক মানুষ রুপি অমানুষ।বাংলাদেশ স্বাধীনের পরও কেন এই বর্বরতা।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,এনসিটিএফ চট্টগ্রামের উপদেষ্টা তানজিয়া নওরিন,কবি হামিদ হোসাইন আল মাহাদী।