ইয়াবাসহ পৌরসভার এক কম্পিউটার অপারেটরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝালকাঠিতে । তার নাম ফোরকান হাওলাদারকে (৩০)
রবিবার দুপুরে সদর উপজেলার কীর্ত্তিপাশা পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফোরকান হাওলাদার বাউকাঠি গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) কীর্ত্তিপাশা এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে পৌরসভার কম্পিউটার অপারেটর ফোরকানের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।