জি-৭ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক চুক্তির দ্রুত এবং সফল বাস্তবায়নে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগ করতে। গতকাল শনিবার জি-৭ শীর্ষ সম্মেলনের বক্তব্য প্রদানকালে তিনি শীর্ষ নেতাদের এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সমস্যার মূল সমাধান মিয়ানমারেই রয়েছে। মিয়ানমারকে রোহিঙ্গাদের তাদের নিজগৃহে ফিরিয়ে নিতে হবে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যপারে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সম্পর্কে তিনি বলেন, রোহিঙ্গাদের সুষ্ঠু প্রত্যাবাসনের উদ্দেশ্যে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আর এই প্রত্যাবাসন প্রক্রিয়া যাতে স্থায়ী হয় সে জন্য আমরা এতে ইউএনএইচসিআরকে (জাতিসংঘের শরণার্থী সংস্থা) অন্তর্ভুক্ত করা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |