এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ শেরপুরের নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কের পাশ থেকে । তার নাম জাহাঙ্গীর আলম। তিনি নলিতাবাড়ী পৌর শহরের মৃত আহসান কারিগরের ছেলে।
শুক্রবার সকালে উপজেলার কাপাশিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কের কাপাশিয়া এলাকায় জামে মসজিদ সংলগ্ন স্থানে মাদকাসক্ত ওই যুবক বকছিলেন।
ভোরে ফজরের নামাজ পড়তে গেলে মুসল্লীরা ওই যুবককে পাশের ধানক্ষেতে কাতরাতে দেখে উদ্ধার করে রাস্তায় রেখে চলে যান। পরে রাস্তার পাশেই তাকে মৃত অবস্থায় পান স্থানীয়রা।
নিহত যুবকের নামে থানায় কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন।