৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছে উবার, পাঠাওসহ সকল রাইড শেয়ারিং কোম্পানিগুলোর উপর। আজ বৃহ¯পতিবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট সংসদে উপস্থানকালে অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা সংস্থাগুলোকে ভ্যাটের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড।
অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং কো¤পানিগুলোর উপর ৫ শতাংশ ভ্যাটের বিষয়ে এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাইড শেয়ারিং অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো যে পরিমান সেবামূল্য পেয়ে থাকেন, শুধুমাত্র সেই অংশের উপর পাঁচ শতাংশ ভ্যাট ধার্য করা হয়েছে। এক্ষেত্রে, চালককে কোনো ভ্যাট দিতে হবে না।
প্রসঙ্গত, ২০১৬ সালে শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশে পরিবহন সেবা দেয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। এর মধ্যে উবার, পাঠাও, ও বোন, স্যাম, সহজ, চলো, বাহন, আমার বাইক, আমার রাইড, ময়ুর, ওয়েজ, ও ভাই ইত্যাদি অ্যাপগুলো ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |