এক মাদক ব্যবসায়ী কোমড় ব্যাথার বেল্ট ব্যবহার করে বেল্টের ভিতর স্কচটেপ দিয়ে মুড়িয়ে অভিনব পন্থ্যায় ফেনসিডিল পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে । আজ সোমবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার এসআই রাজু আহাম্মদ, এসআই বাবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স থানার ওসি এসএএম শাহজাহান কবিরের নির্দেশে আজ সকালে গোপন সংবাদের ভিওিতে উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক ব্যক্তির গতিরোধ করে দেহ তল্লাশি করে। পরে তার কোমরে বাধা বেল্টের ভিতর থেকে স্কচটেপ দিয়ে আটকানো ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ব্যক্তি আখাউরা উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবদুল মোতালেব এর ছেলে মোঃ মোস্তফা মিয়া (৩৩)। এসআই রাজু বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |