এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার করতে গিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের হাতে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হলেন ইয়াছিন মোল্লা (৪৫) নামে । আজ সোমবার সকাল ১০টার দিকে খুলশী থানাধীন দামপাড়ায় স্টার লাইন বাস কাউন্টারের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দীন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ইয়াছিন মোল্লা ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরের পাইপপাড়া এলাকার আয়নাল হোসেন মোল্লার ছেলে। তিনি নিজেকে সাপ্তাহিক শিখর সন্ধানে নামের একটি পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছেন।
গোয়েন্দা কর্মকর্তা আসিফ মহিউদ্দীন বলেন, টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে বেশী দামে বিক্রির জন্য চট্টগ্রাম নগরে আনার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ইয়াছিন। তার কাছ থেকে দুই হাজার ইয়াবাসহ একটি ক্যানন অটোবয় জেট ক্যামেরা, একটি ¯পাই ক্যামেরা ও প্রেস লেখা সাপ্তাহিক শিখর সন্ধানের একটি আইডি কার্ড পাওয়া গেছে।
ইয়াছিন মোল্লা পুলিশের কাছে স্বীকার করেছে, ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন মাদক বিক্রেতার কাছ থেকে মাসিক ও সাপ্তাহিক চাঁদাও নেন তিনি। চাঁদা নিয়ে ফেরার পথে কম দামে দুই হাজার ইয়াবা কেনার জন্য তার বিরুদ্ধে মাদক আইনে খুলশী থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দীন।।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |