বর্ডার গার্ড বাংলাদেশ বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৪১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
২১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আরিফুল হক জানান, বুধবার সকালে খবর আসে যে; ভারতের ইছামতি নদী পার হয়ে অবৈধভাবে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। এসময় বিজিবি ঐ নদীতে অভিযান চালিয়ে নৌকা থেকে শিশুসহ ৪১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে। এসময় কৌশলে পালিয়ে যায় দালালচক্র।
আটকদের মধ্যে ৯জন নারী, ২৫ জন পুরুষ ও ৭ শিশু রয়েছে। তারা যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল ও শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। কাজের খোঁজে দালালের মাধ্যমে বিভিন্ন সময় সীমান্ত পথে ভারতে গিয়ে আটক হয় সে দেশের পুলিশের হাতে।
এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি। – See more at: http://www.dhakatimes24.com/2016/04/27/110868#sthash.XNccvIak.dpuf