একটি সিএনজি অটোরিকশার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর-রামগতি সড়কে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রবিবার সকাল ৭টার দিকে আনছার মিয়ার দরজা এলাকার সেকুর মিলের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে লক্ষ্মীপুরের রামগতি থেকে সোনাপুরের উদ্দেশ্যে দুইজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা ছেড়ে আসে। পথে অটোরিকশাটি সোনাপুর-রামগতি সড়কের সেকুর মিল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় অটোরিকশাটিতে আগুন ধরে গেলে চালকসহ তিনজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে একজন যাত্রী মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।