র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রুহুল আমীন নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন টাঙ্গাইলে। এসময় র্যাবের দুই সদস্য আহত হন বলে দাবি করেছে সংস্থাটি।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলায় গোলড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুহুল উপজেলার পশ্চিম গোলড়ার আব্দুল গনির ছেলে।
র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলায় গোলড়া এলাকায় অভিযান চালালে র্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রুহুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।