স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল টেকনাফ পৌর কাউন্সিলর একরামের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন। তিনি জানান,  কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে অডিও প্রকাশ পেয়েছে তা অফিসিয়ালি আমাদের  কাছে আসেনি। এমনকি নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। নিহতের ঘটনাটি একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করে দেখবেন। গতকাল দুপুরে ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান।

গত ২৬শে মে রাতে কক্সবাজারের  টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হন বলে র‌্যাবের ভাষ্য। এ বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার কক্সবাজার প্রেস ক্লাবে একরামুল হকের স্ত্রী এক সংবাদ সম্মেলন করে তিনটি অডিও ক্লিপ প্রকাশ করেন। যা গণমাধ্যমে আসার পর তোলপাড় শুরু হয়েছে।

একরামুলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, একরামুল নিহতের ঘটনাটি আমরা জেনেছি। ওই ঘটনার অডিও পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি একজন মাজিস্ট্রেট তদন্ত করে দেখবেন। কেউ যদি প্রলুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, একরামুলের পরিবারের থেকে কেউ আমাদের কাছে  কোনো অভিযোগ করেননি। আমরা স্পষ্ট করে বলতে চাই, কেউ আইনের ঊর্ধ্বে নয়। নিহতের পরিবারের সরবরাহ করা অডিও শুনে কি এটা মাদকবিরোধী অভিযানের বন্দুকযুদ্ধ মনে হয়েছে কিনা সাংবাদিকদের অপর প্রশ্নের উত্তরে তিনি জানান, অডিওটা আমরা অফিসিয়ালি পাইনি। তিনি আরো জানান, সারা দেশে মাদকবিরোধী অভিযান চলবে। মাদকের কারণে যুব সমাজ পথ হারাবে, মেধা হারিয়ে যাবে। এটা হতে পারে না। চলমান মাদকবিরোধী অভিযানকে দেশের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে। তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে। অপরাধীকে  মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হচ্ছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031