এত বড় অভিযানে দু’একটা ভুল হতেই পারে কক্সবাজারের টেকনাফে র্যাব-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলর ও যুবলীগ নেতা একরামুল হকের নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, । তারপরও পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে, তার যথোপযুক্ত বিচার হবে। গতকাল সকা?লে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারীদের জন্য ‘দোলনচাঁপা’ বাস উদ্বোধন শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন। মাদকবিরোধী অভিযানে একরামের নিহত হওয়ার ঘটনা চলমান অভিযানকে প্রশ্নবিদ্ধ করে কি না তা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, খতিয়ে দেখার আগে বলা যাবে না এ ঘটনায় নিরীহ কেউ শিকার হলো কি না। তদন্তের পর মূল ঘটনা বেরিয়ে আসবে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, সুনামির মতো মাদক দেশে ছড়িয়ে পড়ছে। সেই অবস্থায় কেবল ক্যাম্পেইন করে মাদকের স্রোত থামানো যাচ্ছে না। আমাদের তরুণ সমাজ মাদকের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা কি কিছুই বলব না? অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি প্রতিষ্ঠান র্যাংগস গ্রুপের উদ্যোগে রাজধানীতে যাত্রা শুরু করছে ‘দোলনচাঁপা’ বাস সার্ভিস। বাসটি রাজধানীর মিরপুর-১২ নম্বর থেকে ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। অনুষ্ঠানে র্যাংগস গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, র্যাংগস মোটরের ম্যানেজিং ডিরেক্টর সোহান রউফ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।