নাদিয়া হুসেইন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মবার্ষিকীর কেক তৈরি করে বিশ্ব মিডিয়ার নজর কাড়া বাংলাদেশে আসছেন।
তাকে নিয়ে নির্মিতব্য দুই পর্বের এক টেলিভিশন অনুষ্ঠান ‘ক্রনিকলস অব নাদিয়া’তে তার রন্ধন কৌশলের শেকড় সন্ধান করবেন বাংলাদেশে এসে।
বুধবার বিবিসি অনলাইনের এক খবরে এসব তথ্য জানা যায়।
অনুষ্ঠানটির একটি অংশ ধারণ করা হয়েছে নাদিয়ার নিজ শহর লুটনে। একটি অংশ বাংলাদেশে তাদের গ্রামের বাড়িতে ধারণ করা হবে।
অনুষ্ঠানে নাদিয়া তার শৈশবের নানা প্রিয় খাবার রান্না করবেন। এ ছাড়া তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে নতুন রান্নাও শিখবেন ব্রিটিশ-বাংলাদেশি নাদিয়া।
গত বছর ভালো কেক বানানোর প্রতিযোগিতা ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ জয় করেন নাদিয়া। এর সূত্র ধরে ব্রিটেনের রানীর জন্মদিনের কেক বানানোর আমন্ত্রণ পান নাদিয়া। – See more at: http://www.dhakatimes24.com/2016/04/27/110858#sthash.nZadhFR5.dpuf