দুই দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত হয়েছেন চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ (২০)। নিহতের মা কোহিনুর বেগম আজ বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাজুর লাশ শনাক্ত করেন যশোরের বাঘারপাড়া উপজেলায় । এর আগে পুলিশ অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠায়।
কোহিনুর বেগম বলেন, তার ছেলে চট্টগ্রামে একটি গেঞ্জির মিলে কাজ করেন। মাস দুয়েক আগে বাড়িতে এসেছেন। বুধবার রাতে বাড়ির পাশের মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একব্যক্তি তাকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে স্থানীয় মাধ্যমে জানা যায়, রাজুর পরিবার বিএনপি ঘরনার হলেও পুরো পরিবারটিই মাদক কারবারি। এমনকি রাজুর মা’ কহিনুর বেগমও ডিবি’র তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। রাজুর পিতা শহিদুল কয়েকটি মামলার ফেরারি আসামি হিসেবে প্রবাসে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিজিবির অস্ত্র কেড়ে নেয়ার মামলা রয়েছে। রাজুর বিরুদ্ধেও ৫/৭টি মাদক মামলা রয়েছে।
চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রাজু নিহত হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন তারা মাদক ব্যবসায়ী।