আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়নে গৃহীত জাতীয় কর্মপরিকল্পনার ধারাবাহিক বাস্তবায়ন ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আগামী বাজেটে সুনির্দ্দিষ্ট বরাদ্দের দাবিতে আয়োজিত এই সংবাদ সম্মেলন সভাপতিত্ব করেন বিএনপিএস-এর নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। বক্তৃতা করেন অর্থনীতিবিদ ড. প্রতিমা পাল মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিএনপিএস-এর পরিচালক মাফুজুল বারী ও উপ-পরিচালক শাহনাজ সুমী।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ৫০ শতাংশ জনগোষ্ঠীই নারী; যাদের সিংহভাগই সম্পদহীন, ক্ষমতাহীন এবং উপার্জনের সুযোগবঞ্চিত ও পরনির্ভরশীল। তাই তাদের দিকে ন্যায়সম্পন্ন ও কার্যকরভাবে সম্পদ প্রবাহ বৃদ্ধি করতে হবে। বাজেটে এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।বাজেটে নারীর জন্য বরাদ্দের পরিকল্পনা ও মনিটরিংয়ের সময় সে বরাদ্দ নারী উন্নয়ন নীতির কর্মকৌশল অনুযায়ী হচ্ছে কি না তার একটি খতিয়ান আগামী অর্থবছরের জেন্ডার বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গ মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে বলা হয়, এ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা পর্যায় পর্যন্ত প্রয়োজনীয় নারীসহায়ক দক্ষ লোকবল নিয়োগ দিতে হবে। পাশাপাশি গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানগুলোর তার দক্ষতা ও ক্ষমতা বাড়াতে হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের জেন্ডার ফোকাল পয়েন্টগুলোকে কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।