কাপ্তাই সড়কে ট্রাকচাপায় জসিম উদ্দিন (৪৫) নামের প্রবাস ফেরত এক অটোরিকশা আরোহী ও রতন ধর (৫০) নামের আরেক ব্যক্তি নিহত ও পল্লী বিদ্যুতের প্রকৌলীসহ চার অটোরিকশাযাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বেলা ২টার দিকে ট্রাকচাপায় অটোরিকশা দুর্ঘটনাটি ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়ার কাছে করের বাড়ির সামনে।
অপর ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে রাঙামাটির সড়কের ফকির তকিয়া নামক স্থানে। মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে প্রাণ হারান। অপর দুই আরোহী গুরুতর আহত হন।
আজ বুধবার বেলা ২টার দিকে সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি কেফায়াত উল্লাহ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ২টার দিকে উপজেলার কাপ্তাই সড়কের বদুপাড়ার কাছে রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক (চট্ট মেট্টো-ট-০১১) সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আব্বাস চেয়ারম্যানের বাড়ির হাজী সিদ্দিক আহমেদের দুবাই ফেরত পুত্র জসিম উদ্দিন (৪৫)। নিহত জসিম দুই ছেলে সন্তানের জনক। নিহত রতন ধরের (৫০) বাড়ি রাঙ্গুনীয়ার কদমতলী বণিক পাড়ার সুরঞ্জন ধরের পুত্র।
এ ঘটনায় আহত চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-২ আওতাধীন নোয়াপাড়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াছ (৪০) ও অটোরিকশার ড্রাইভার মোহাম্মদ ইলিয়াছকে (২৬) স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় কসমিক হাসপাতালে নিয়ে আসেন। তাদের অবস্থা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। প্রকৌশলী ইলিয়াছের গ্রামের বাড়ি পটিয়া ও ড্রাইভার মোহাম্মদ ইলিয়াছের বাড়ি রাঙ্গুনীয়া উপজেলায় বলে জানা গেছে। নিহত জসিম গত চার মাস আগে দুবাই থেকে দেশে বেড়াতে এসে বুধবার দুপুরে ফের দুবাই ফিরে যাওয়ার জন্য বিমান টিকেট করতে ট্রাভেল অফিসে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান।