প্রত্যাহার করা হয়েছে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনকে মাদক মামলায় এক আসামিকে আটকের পর মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা ।
সোমবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামকে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) আহসান হাবীব ও জেলা পুলিশের বিশেষ শাখার ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সারাদেশে মতো চুয়াডাঙ্গায়ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে দামুড়হুদা মডেল থানার ওসির বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে নানা সময়ে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগও রয়েছে।
সবশেষ চুয়াডাঙ্গার দর্শনার শীর্ষ এক মাদক কারবারিকে গ্রেপ্তারের পর মোটা অংকের ঘুষ বাণিজ্যের মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠে। ওই মাদক বিক্রেতাকে এলাকা থেকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার মতো গুরুতর অভিযোগও ওঠে ওসি আকরামের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে গত কয়েক দিনে তুমুল সমালোচনা শুরু হয়। এমন পরিপ্রেক্ষিতে সোমবার রাত ১১টার দিকে ওসি আকরাম হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরই আকরামের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।