২৩ জন রোহিঙ্গা নারী-শিশু কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে । রোববার ভোররাত ৪টার দিকে সদর ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকা থেকে তাদের আটক করে টেকনাফ মডেল থানা পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, টেকনাফের সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা ১৫ নারী ও ৮ শিশুকে আটক করা হয়েছে। পরে তাদের মানবিক সহায়তা দিয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।