বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ফরিদপুরে মধুখালী উপজেলায়।
সোমবার দিনব্যাপী এই অভিযানে ১২২ বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন- সাং-গোয়ালপাড়ার আলাউদ্দিন মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২২), সাং-সাকারিয়ার মো. নুর ইসলাম মোল্যার ছেলে মো. ইলিয়াস মোল্যা (২৫), যাশোর জেলার জীবননগর থানার অধিবাসী সাং-গোয়ালপাড়ার ইশারত মন্ডলের ছেলে আলীম মন্ডল (৩২) এবং মধুখালী থানার পরীক্ষিতপুর এলাকার মো. রমজান খা (৩২)।
ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, সারা দেশের সাথে ফরিদপুরে নয় থানায় প্রতিদিন আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। চেষ্টা করছি মাদক বিক্রেকা ও সেবীদের এই অভিযানে আটক করতে। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলিতেছে।