এক হাজার ৭৬৯ রাউন্ড ১২ বোর শর্টগানের গুলি ও দুইটি বন্দুকসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা কুষ্টিয়ায়।
সোমবার রাত ৯টার দিকে র্যাব-১২ এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আটক যুবকরা হলেন- সদর উপজেলার উদিবাড়ী এলাকার মৃত রুস্তম আলী শেখের ছেলে জিন্নাহ (৩৭) এবং থানাপাড়া এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে সাজ্জাদুর রহমান টপি (৩৫)। তারা দুজনেই অস্ত্র ব্যবসায়ী বলে জানায় র্যাব।
র্যাব-১২ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী জিন্নাহকে ১০০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রাতে র্যাব সদর থানাপাড়ার সাজ্জাদুর রহমান টপি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬শ ৬৯ রাউন্ড ১২ বোর শর্টগানের গুলি ও দেশে তৈরি দুইটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
এ ব্যপারে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।