পুলিশ শহরের গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে । তার নাম সালেহা বেগমকে (৫৫)। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৬শ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে ও রাতে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ অভিযান চালায়।
ফরিদপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, তিন কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সালেহা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মাদক ব্যবসায়ীদের আটকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে রবিবার বিকেলে ফরিদপুর শহরের গুহলক্ষীপুরে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তিন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জাকির ওরফে পান্ডা (১৯), পারভেজ মোল্যা (২০) ও শেখ পারভেজকে (১৯) ৬শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটকদের বাড়ি ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জানান, আটককৃত জাকির ও পারভেজ মোল্যাকে ১ বছর করে এবং শেখ পারভেজকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।