কাউন্সিলসহ আরো ১০ জন নিহত হয়েছেন দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে । গতকাল রাত ও আজ রোববার ভোরে দেশের আট জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় তারা নিহত হন। কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত নিহত কাউন্সিলরের নাম একরামুল হক। এছাড়া বাকিরা বাগেরহাট, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, মেহেরপুর, চাঁদপুর, কুষ্টিয়ায় নিহত হন। টানা আট দিনের এ মাদক বিরোধী অভিযানে  অন্তত ৭৭ ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে,  র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, কক্সবাজারের  টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন।

তিনি টেকনাফ পৌর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এবং তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীয়ায় বন্দুকযুদ্ধে মারা যান। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোর রাতে ময়মনসিংহ জেলায় এক মাদক ব্যবসায়ী মারা যান। গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আশিকুর রহমান দাবি করেন, রাত দেড়টায় মরাখলা এলাকায় মাদক ভাগাভাগি করছিল ব্যবসায়ীরা। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও গুলি করে। একজন গুলিবিদ্ধ হয়। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের চিতলমারী থানার ওসি অনুকূল বিশ্বাস জানান, বন্দুকযুদ্ধে মিথুল বিশ্বাস (৩২) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার কলাতলা ইউনিয়নের পিংগুড়িয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এদিকে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম দাবি করেন জেলার সোনাইমুড়ির বগাদিয়া গ্রামে শনিবার মধ্যরাতে বন্দুকযুদ্ধে হাসান ওরফে ইয়াবা হাসান নিহত হয়েছেন। হাসান সোনাইমুড়ি থানার ভানুয়াই গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক ও অস্ত্রসহ মোট ২১টি মামলা রয়েছে। একই রকমভাবে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন জানান, ভোর রাত পৌনে ৩টায় মতলব সড়কের হাজীর ডোন এলাকায় অভিযানে বন্দুকযুদ্ধে সেলিম গুলিবিদ্ধ অবস্থায় মারা যান। মেহেরপুরের গাংনী উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির সময় হাফিজুর রহমান হাফি (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
কুষ্টিয়া সদর উপজেলায় বন্দুকযুদ্ধে হালিম মন্ডল (৩৫) নামের এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন দাবি করেন, মাদক ব্যবসায়ীরা শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের হাউজিং ডি ব্লক মাঠে মাদক বেচাকেনা করা অবস্থায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হন।
ঝিনাইদহের শৈলকুপায়ও একই রাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
শৈলকুপা থানার ওসি মো. আলমগীর হোসেন দাবি করেন, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দা জামালপুর নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনায় একজন নিহত হন। এ ছাড়া একটি ওয়ান শুটারগান, ১০ বোতল ফেনসিডিল, ৪০০-৫০০ ইয়াবা এবং পিস্তলের দুটি ও বন্দুকের দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মীরডাঙ্গী দৌলতপুর এলাকায় কথিত বন্দুকযুদ্ধে শনিবার রাতে রফিকুল ইসলাম তালেবান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ দাবি করেন, পুলিশ ভরনিয়া মীরডাঙ্গী এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম তালেবানের লোকজন ও পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় রফিকুল ইসলাম তালেবান নিহত হন।
খুলনার দিঘলীয়া উপজেলার সিদ্দিপাশার বারকপুরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটে। ওসির আরও দাবি, ঘটনাস্থল থেকে চারটি ককটেল, ১০০ ইয়াবা, একটি এয়ারগান, চারটি কার্তুজ  ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। কালামের নামে অভয়নগর থানায় চারটি মাদক মামলা রয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031