চট্টগ্রাম:গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। উদ্ধার করা হয়েছে দুটি বন্দুক ও চারটি ধারালো অস্ত্র।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাসেল ও সাগর নামে দুইজনের নাম জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, ‘বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ‘ডাকাতের উৎপাত’ বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন পালা করে পাহারা বসিয়েছিল। গতকাল রাতে ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে এলাকাবাসী আটজনকে ঘিরে ফেলে। পরে গণপিটুনি দিলে ঘাটনাস্থলেই তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আহত ডাকাতদের পুলিশে সোপর্দ করেন। এসময় ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও চারটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয় বলে জানান তিনি।