সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারাদেশে যারা মাদকের কারবার ছড়িয়ে দিচ্ছেন, তারা যে দলেরই হোক না কেন তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় ‘ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ বিষয়ক’ এক সভায় তিনি এ কথা বলেন।

গত ৪ মে থেকে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের মধ্যে গত ছয় দিনে দেশের বিভিন্ন জেলায় বন্দুকযুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫৯ জন সন্দেহভাজন মাদক বিক্রেতার মৃত্যুর খবর এসেছে। এছাড়া ছয় মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিরোধীদলীকে নির্মূল করা মাদকবিরোধী অভিযানের মূল উদ্দেশ্য এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযানকে ‘যুদ্ধ ঘোষণা’র সঙ্গে তুলনা করেছেন।

মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে কক্সবাজারে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিষয়টি আলোচনায় আসে। বদি ও তার স্বজনরা ইয়াবা পাচারে জড়িত বলে গণমাধ্যমে খবর প্রচারিত হলেও তাদের কেউ আটক না হওয়ায় সমালোচনা শুরু হয়। এমন সমালোচনার মধ্যে শুক্রবার সকালে কক্সবাজারের মেরিনড্রাইভ সড়ক থেকে সংসদ সদস্য আবদুর রহমান বদির এক স্বজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, যিনি মাদকের কারবারে জড়িত বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রূপগঞ্জে আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, ‘দেশে সুনামির মতো মাদক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঐক্যবদ্ধ প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক নির্মূল করতে হবে। মাদক কারবারিরা যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।’

এ সময় তিস্তা চুক্তি ও রোহিঙ্গা বিষয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ‘তিস্তা চুক্তি ও রোহিঙ্গা বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলেছি। সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি কথাও বলিনি। এখন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে, এতে সমস্যাগুলো সমাধান হবে বলে আমি আশা করছি।’

যানজট বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘রমজান ও ঈদকে সামনে রেখে যানজট সহনীয় পর্যায় আনার লক্ষ্যে ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ নসিমন, করিমন চলাচল বন্ধ করতে হবে। তেলবাহী গাড়ি ছাড়া সকল প্রকার মালবাহী বা ভারি যানবাহন বন্ধ করে দেয়া হবে। সাধারণ মানুষের সুবিধার্থে আমিসহ কোনো ভিআইপি যদি আইন ভঙ্গ করে গাড়ি চালিয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’

মহাসড়কে চাঁদাবাজির বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন,‘কিছু সংখ্যক পুলিশ রয়েছে, যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। ওইসব পুলিশের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীরাও জড়িত রয়েছে। যদি কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

ভুলতা ফ্লাইওভারের বিষয়ে কাদের বলেন, ‘এখন পর্যন্ত ভুলতা ফ্লাইওভারের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আর ৩০ ভাগ কাজ বাকি রয়েছে। আগামী অক্টোবর মাসে কাজ শেষ করে উদ্বোধন করে চালু করা হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, ডিআইজি আব্দুল মালেক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ ঢাকা,সিলেট ও কুমিল্লা বিভাগের প্রশাসনের কর্মকর্তারা।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031