এক ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন মাদক পাচারের রুট হিসেবে পরিচিত কক্সবাজারে দুপক্ষের গোলাগুলিতে । তার নাম মোস্তাক আহামদ (৩৭)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়া পাড়াতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোস্তাক আহামদ ওই ইউনিয়নের মুন্সিরড়েইল গ্রামের আনোয়ার পাশার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, ‘ইয়াবা ব্যবসায়ীদের দুপক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ইয়াবা ব্যবসায়ী মোস্তাকের লাশ উদ্ধার করা হয়।’
এ কর্মকর্তা আরো বলেন, এ সময় চারটি দেশীয় তৈরি বন্দুক এবং সাত রাউন্ড গুলি, এক হাজার ইয়াবা ও ৩০ রাউন্ড গুলি খোসার উদ্ধার করা হয়েছে।
‘নিহত ইয়াবা ব্যবসায়ী মোস্তাকের বিরুদ্ধে মহেশখালী থানায় তিনটি মামলা খুঁজে পাওয়া গেছে, আরো থাকতে পারে এবং খোঁজা হচ্ছে’ বলেন ওসি।