দায় স্বীকার:রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুইজনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’।
শনিবার বেলা দেড়টার দিকে সংগঠনটির নামে খোলা এক টুইটার অ্যাকাউন্ট থেকে হত্যার দায় স্বীকার করে একটি বার্তা প্রচার করা হয়।
জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে বাংলা ও ইংরেজিতে দেয়া ওই টুইট বার্তায় জানানো হয় আনসার আল ইসলামের ‘দুঃসাহসী মুজাহিদীনরা’ সমকামীদের গুপ্ত সংগঠন ‘রূপবান’ এর পরিচালক ও তার বন্ধুকে হত্যা করেছে।
গতকাল বিকালে জুলহাজ ও তার বন্ধু তয়নকে রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।