৫ পুলিশ সদস্য আহত হয়েছে মাদক বিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে পাবনার ঈশ্বরদীতে। এ সময় পুলিশ ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুলাল হোসেন দুলালকে (২৪) আটক করেছে । বৃহস্পতিবার ভোররাতে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের অরনকোলা দিপু সরকারের পরিত্যক্ত গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তারা হচ্ছেন, টাউন ইন্সপেক্টর শেখ মতিউর রহমান, কনেস্টবল (৩০২) রকিব উদ্দিন, কনস্টেবল (১১৭২) মিজানুর রহমান, কনস্টেবল (৯১৯) মুশিহার আলী, কনস্টেবল (৫১৪) শহিদুল ইসলাম।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আলহাজ্ব মোড় এর সামনে মধ্য অরনকোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চলছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দুলাল হোসেন দুলাল ওরফে মুচি দুলালকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।  এ সময় তার সহযোগীরা বিষয়টি জানতে পেরে পৌর এলাকার অরনখোলা রোড পুলিশের ওপর ককটেল বোমা হামলা করে দুলালকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তখন পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়লে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুচি দুলালকে ঈশ্বরদী স্বাস্থ্য কমেপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন  অরো জানান, দুলাল কুখ্যাত সন্ত্রাসী ও পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে ঈশ্বরদী পৌর এলাকার মাহাতাব কলোনীর মৃত আব্দুল মান্নান শেখ এর ছেলে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031