পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সেলিম ওরফে ফেন্সি সেলিম নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে , যিনি ১৫ মামলার আসামি ও চিহ্নিত মাদক বিক্রেতা বলে দাবি করছে পুলিশ। বন্দুকযুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীটির।

বৃহস্পতিবার ভোর তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ নিমাইকাসারী ক্যানেলপাড় বজলুখান এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওসি আব্দুস সাত্তার, পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আজিজুল হক, উপ-পরিদর্শক (এসএই) ইব্রাহিম পাটোয়ারি, কনস্টেবল জাহাঙ্গীর ও সাইদুল।

ঘটনাস্থল থেকে একনলা একটি বন্দুক, একটি সুইসগিয়ার, পাঁচ বোতল ফেন্সিডিল, প্রায় পাঁচ শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

নিহত সেলিম সিদ্ধিরগঞ্জের নিমাইকাসারী বাঘমারা এলাকার আবুল কাশেমের ছেলে। কাশেম এলাকায় গাঁজার ব্যবসা নিয়ন্ত্রণ করে। সেলিমের মা মর্জিনা বেগমও মাদক চোরাকারবারে জড়িত। সেলিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ফেন্সি সেলিমকে ধরতে মৌচাক এলাকায় গেলে সেলিম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই সেলিম নিহত হয়। আহত হয় পুলিশের ছয় সদস্য। আহতরা খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031