১৭ জনকে আটক করা হয়েছে মাদক বিরোধী অভিযানে নেত্রকোণায়।
মঙ্গলবার রাতে জেলার বিভিন্নস্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম।
জেলা পুলিশের এই কর্মকর্তা আশরাফুল আলম জানান, অভিযানে ৫৩০ গ্রাম হিরোইন, ৩৫০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাজা, ৮ লিটার দেশীয় মদ ও ২৫ বোতল ফেনডিসিল জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৪০জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে জানান তিনি।